শিরোনাম
# ০৫ মার্চ, ২০২৪ ইং তারিখ মুন্সিগঞ্জে_মাদকবিরোধী_টাস্কফোর্স_অভিযানে_ #০১_জনকে_কারাদন্ড। =================================
বিস্তারিত
মুন্সিগঞ্জ : মঙ্গলবার , ০৫ মার্চ, ২০২৪ ইং তারিখে গজারিয়ার নির্বাহী অফিসার জনাব কহিনুর আক্তার মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ টাস্কফোর্স টিম গঠন করে গজারিয়া থানাধীন রসুলপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মনোয়ার হোসেন নাসির (৪০)
নামের ০১ (এক)জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত করে মোবাইল কোর্টের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় ১০০/- (একশত) টাকা অর্থদন্ড ও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর পরিদর্শক জনাব সাহিদা বেগম প্রসিকিউশন প্রদান করেন।