শিরোনাম
#০৫_ফেব্রুয়ারী_২০২৪_তারিখে_মুন্সিগঞ্জে_মাদকবিরোধী_টাস্কফোর্স_অভিযানে_০৫_জনকে কারাদন্ড ও অর্থদণ্ড ।
বিস্তারিত
মুন্সিগঞ্জ : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ইং তারিখে মুন্সীগন্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব অফিফা খান মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ টাস্কফোর্স টিম গঠন করে মুন্সিগঞ্জ থানাধীন গোসাইবাগ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১.মো:যুবরাজ (২১)
২.মো:জনি(২৭)
৩.মো:রাসেল(২৫)
৪.মো:মুক্তার হোসেন(৪০)
৫.মো:সুজন (২২)নামের ০৫ (পাঁচ)জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত করে মোবাইল কোর্টের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদন্ড ও ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর পরিদর্শক জনাব সাহিদা বেগম প্রসিকিউশন প্রদান করেন।