শিরোনাম
#২৬_মে_২০২৪ ইং_তারিখে_মুন্সিগঞ্জে_মাদকবিরোধী_টাস্কফোর্স_অভিযানে_ #০৩_জনকে_কারাদন্ড। =================================
বিস্তারিত
মুন্সিগঞ্জ : রবিবার ,২৬ মে, ২০২৪ ইং তারিখে ডি সি অফিস বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো:হামিদুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ টাস্কফোর্স টিম গঠন করে মুন্সীগন্জ থানাধীন লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১| নুর মোহাম্মদ (৩৩) ২| মো: রিদয় (২৩) ৩| মো:নাঈম হোসেন (২২)
নামের ০৩ (তিন)জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত করে মোবাইল কোর্টের আওতায় ১ নং আসামীকে ১(এক) মাস ২ নং আসামীকে ১০ (দশ) দিন ৩ নং আসামীকে ০৫(পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০(একশত) টাকা অর্থদন্ড প্রদান করে মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর পরিদর্শক জনাব সাহিদা বেগম প্রসিকিউশন প্রদান করেন।