মুন্সিগঞ্জ : সোমবার ,২১ অক্টোবর , ২০২৪ ইং তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হামিদুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ মোবাইল কোর্ট টিম গঠন করে মুন্সীগন্জ থানাধীন পঞ্চসার মুক্তারপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১।মোঃ আয়মান হোসেন (২৫)) ২।হৃদয় হাসান (২৮) নামের ০২(দুই)জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত করে মোবাইল কোর্টের আওতায় প্রত্যেককে ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০(পাঁচশত) টাকা করে অর্থদন্ড প্রদান করে মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর পরিদর্শক জনাব শিবনাথ কুমার সাহা প্রসিকিউশন প্রদান করেন।