শিরোনাম
১৭_অক্টোবর_২০২৪_তারিখে_মুন্সিগঞ্জের_গজারিয়া_উপজেলায়_মাদকবিরোধী #অভিযানে_গাঁজা_সহ_০১_জন_গ্রেফতার ।
বিস্তারিত
মুন্সিগঞ্জ :বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ তারিখে মুন্সীগন্জ এর উপ পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম মহোদয়ের তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর অভিযানিক টিম গজারিয়া থানাধীন চর পাথালিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো:জহিরুল ইসলাম (৫৪)কে ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।