Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৫_অক্টোবর_২০২৪_তারিখে_সিরাজদিখান_উপজেলায়_মাদকবিরোধী_অভিযানে_ইয়াবা_হেরোইনসহ_০৪_জন_মাদকব্যবসায়ী_গ্রেফতার
বিস্তারিত

মুন্সিগঞ্জ : মঙ্গলবার, ১৫ অক্টোবর , ২০২৪ ইং তারিখে মুন্সীগন্জ এর উপ পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম মহোদয়ের তত্ত্বাবধানে   পরিদর্শক জনাব শিবনাথ কুমার সাহা স্যারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর অভিযানিক টিম সিরাজদিখান থানাধীন মালখানগর এলাকা থেকে ১।আমানত খান (৪৭) কে ০১(এক)গ্রাম হেরোইনসহ, ইছাপুরা হাসপাতাল মোড় থেকে  ২।নাহিদ খান (২৯) ও ৩।মোঃ সবুজ শেখ (২৭)কে ৫০( পন্ঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, ইছাপুরা চৌরাস্তা থেকে ৪। মোঃ রোমান হাসান পারভেজ কে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরিদর্শক জনাব শিবনাথ কুমার সাহা ও উপপরিদর্শক জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে সিরাজদিখান থানায় যথাক্রমে ১৫,১৬,১৭ নং মোট ০৩ টি  নিয়মিত মামলা দায়ের করা হয়।
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/10/2024
আর্কাইভ তারিখ
31/10/2025