#১১ মার্চ , ২০২৪ ইং তারিখ মুন্সিগঞ্জে_মাদকবিরোধী_অভিযানে_ #১০৫_পিস_ইয়াবা_সহ_০১_জন_গ্রেফতার।
বিস্তারিত
মুন্সিগঞ্জ : সোমবার ১১ মার্চ , ২০২৪ ইং তারিখে মুন্সীগন্জ এর উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম মহোদয়ের তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ অভিযানিক টিম গঠন করে টংগীবাড়ি থানাধীন দ্বীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমির হামজা শেখ (৪০), পিতাঃতকিম শেখ সাং-দ্বীপাড়া,থানাঃটংগীবাড়ি ও জেলাঃ মুন্সীগঞ্জকে ১০৫ পিস এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। পরিদর্শক জনাব শিবনাথ কুমার সাহা বাদী হয়ে টংগীবাড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।