মুন্সিগঞ্জ : মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৪ ইং তারিখে বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হুদা মহোদয়ের নেতৃত্বে মুন্সিগঞ্জ জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ টাস্কফোর্স টিম গঠন করে মুন্সিগঞ্জ থানাধীন কাচারী মোড়স্হ মুন্সিগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সানি (২০) ও মোঃ বাবু (২৪) নামের ০২ (দুই) জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত করে মোবাইল কোর্টের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় ২০০/- (দুইশত) টাকা অর্থদন্ড ও ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।