শিরোনাম
#০৫ই_নভেম্বর_২০২৪_ইং_তারিখে_সিরাজদিখান_উপজেলায়_মাদকবিরোধী_অভিযানে_১০৫_পিস_ইয়াবা_উদ্ধার
বিস্তারিত
মুন্সিগঞ্জ : মঙ্গলবার, ০৫ই নভেম্বর , ২০২৪ ইং তারিখে মুন্সীগন্জ এর উপ পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম মহোদয়ের তত্ত্বাবধানে পরিদর্শক জনাব শিবনাথ কুমার সাহা স্যারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর অভিযানিক টিম সিরাজদিখান থানাধীন পূর্বব্রজেরহাটি এলাকা থেকে মোঃ ছাব্বির শেখ এর বসতঘর তল্লাশি করে ১০৫(একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পরিদর্শক জনাব শিবনাথ কুমার সাহা বাদী হয়ে আসামীর বিরুদ্ধে সিরাজদিখান থানায় ০১ টি নিয়মিত মামলা দায়ের করেন।