শিরোনাম
সুশাসন_প্রতিষ্ঠার_নিমিত্ত_অংশীজনের_অংশগ্রহনে_অবহিতকরণ_সভা
বিস্তারিত
মুন্সিগঞ্জঃ অদ্য ০৩. ০৯ .২০২৪ তারিখ উপ পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর সভাপতিত্বে অত্র কার্যালয়ের সম্মেলন কক্ষে সময় ১২:০০ ঘটিকায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহনে অবহিতকরণ এক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (২০১৮ সনের ৬৩ নং আইন), লাইসেন্স পরিচালনার সাধারণ শর্তবলী, বেসরকারী পর্যায়ে পরিচালিত মাদকাসক্তি নিরাময়/পুনর্বাসন/পরামর্শ কেন্দ্র পরিচালনা বিধিমালা, ২০২১, বেসরকারী পর্যায়ে পরিচালিত মাদকাসক্তি নিরাময়/পুনর্বাসন/পরামর্শ কেন্দ্রসমূহের জন্য অনুদান নীতিমালা ২০২২ ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয় । উক্ত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় মুন্সিগঞ্জের সকল অংশীজন ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।