শিরোনাম
#শিক্ষা_প্রতিষ্ঠানে_সচেতনতা_সৃষ্টিতে_প্রশিক্ষক_/ #মেন্টর_তৈরির_কার্যক্রমের_বাস্তবায়ন ==================================
বিস্তারিত
মুন্সিগঞ্জঃ ২৭ শে ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়ে মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত সার্কিট হাউজ, মুন্সীগঞ্জের মিলনায়তনে "শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধীসচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর তৈরি" বিষয়ক দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব,আবু জাফর রিপন, বিপিএএ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ। এক সাথে তিনি দুইটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। এছাড়া প্রশিক্ষণের আরো সেশন পরিচালনা করেন ডাঃ মঞ্জুরুল আলম, সিভিল সার্জন,মুন্সিগঞ্জ, জনাব মোঃ মাসুদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,মুন্সিগঞ্জ, জনাব ইসমাইল হোসেন, জেলা শিক্ষা অফিসার, মুন্সিগঞ্জ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ এর উপ পরিচালক, জনাব মোহাম্মদ হাবিব ইমাম। উক্ত প্রশিক্ষণটি মুন্সিগঞ্জ জেলার শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী স্লোগান সম্বলিত মাউসপ্যাড,মাক্স, জ্যামিতি বক্স,খাতা, কলম, লিফলেট, থ্রিডি স্কেল প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক প্রশিক্ষনার্থীদের অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী শপথ এর প্রিন্ট কপি ও মাদকবিরোধী শর্ট ফিল্মের কপি প্রদান করা হয়। মাদকবিরোধী শপথ প্রতিদিন এসেম্বলিতে পাঠ করানো এবং শর্ট ফিল্ম গুলো বিভিন্ন সময়ে প্রজেক্টরের মাধ্যমে স্কুলের অনুষ্ঠানের মধ্যে প্রচার করার জন্য অনুরোধ করা হয়।