শিরোনাম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ মাদকবিরোধী অভিযানে ২০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধারপূর্বক ০১ জন আটক
বিস্তারিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ মাদকবিরোধী অভিযানে ২০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধারপূর্বক ০১ জন আটক। ******************************
*****
১) তারিখঃ ২২/০১/২০২৪ইং
২) সময়ঃ ১৩:৩০ - ১৪:০০ঘটিকা
৩) ঘটনাস্থলঃ সিরাজদিখান থানাধীন দক্ষিন তাজপুর গ্রামস্হ আসামীর নিজ দখলীয় বসতঘর।
৪) বিষয়ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর উপ- পরিচালক জনাব মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম স্যারের এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক শিবনাথ কুমার সাহা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
৫) ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ সাজ্জাদ খন্দকার (১৯) নামে ০১ জন কে অবৈধ মাদকদ্রব্য এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করায় উপরোক্ত ঘটনাস্থলে হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ হাতে নাতে গ্রেফতার হয়।
৬) আটককৃত ব্যাক্তির পরিচয়ঃ ১)সাজ্জাদ খন্দকার (১৯), পিতা:হাবিবুর খন্দকার, সাং দক্ষিন তাজপুর, থানা: সিরাজদিখান, জেলা:মুন্সিগঞ্জ ।
৭) আইনগত ব্যবস্থাঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক, শিবনাথ কুমার সাহা, বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় সিরাজদিখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।